Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বনায়ন প্রকল্প সমূহ

প্রাণীকুল বেঁচে থাকার জন্য প্রয়োজন রয়েছে অক্সিজেন ও কার্বনডাই অক্সাইড । প্রাণী অক্সিজেন গ্রহন করেন ও ত্যাগ করেন কার্বনডাই অক্সাইড ।  গাছপালা গ্রহন করেন কার্বনডাই অক্সাইড ও ত্যাগ করেন অক্সিজেন । তাই প্রাণী ও গাছপালা একান্তভাবে নিবিড় সম্পর্ক রয়েছে  । গাছের যেমন মানুষের প্রয়োজন তেমনি মানুষের বেঁচে থাকার জন্য প্রয়োজন রয়েছে গাছপালা । গাছপালা থেকে আমরা শুধু অক্সিজেন গ্রহন করি না ইহাতে আমরা পাই ফল, ফুল, কাঠ, ঔষধ ইত্যাদি । গাছ বড় হলে আমরা বিক্রি করে অনেক অর্থ উপার্জন করি আমার লাকরি হিসাবে ব্যবহার করে দৈনন্দিনের চাহিদা পূরণ করছি  ।  পৃথিবীতে নানা প্রকারের ফল রয়েছে যেগুলো আমাদের শরীর গঠনের জন্য একান্ত প্রয়োজন ॥ বিভিন্ন প্রকারের ফলের মধ্যে বিভিন্ন প্রকারের গুন রয়েছে যেগুলো প্রত্যেকটি মানব দেহের জন্য অপরিহার্য । এই সব ফল ও ফুল বিক্রি করে আমরা অনেক লাভবান হই । দেশে সরকারি ও বে-সরকারিভাবে অনেক নার্সারী রয়েছে যেখান থেকে যার যা ইচ্ছা সেই গাছ নিয়ে লাগাইয়া তাহাদের চাহিদা মেটায় । সরকার গাছ লাগানোর বিষয়ে নানাভাবে প্রচার প্রচারনা করে থাকেন । প্রতি বছর সরকারি বা বে-সরকারিভাবে বৃক্ষমেলা অনুষ্ঠিত হয় । এই মেলা থেকে অনেকেই চারাগাছ ক্রয় করে তাগের বাড়ীর উঠানে বা বাগানে লাগাইয়া ফল ফুল সংগ্রহ করে চাহিদা মেটায় । অনেকে শাকসব্জির বাগান লেগে মৌসুমে অনেক টাকা উপার্জন করেন । চারাগাছ বিক্রি করেও অনেকে নিজেদের সাংসারিক চাহিদা পূরণ করেন এবং ভালভাবে জীবন যাবন করেন ।  ক্রয়কৃত ফলের চেয়ে বাড়ীতে লাগানো গাছের ফল অতি সু-সাদু ও খেতে ভারী মজাদার হয় । ইহাতে কোন প্রকার ভেজাল থাকে না । তাই ইহা স্বাস্থ্যর কোন ক্ষতি করে না । আমাদের সকলেই প্রয়োজন ১টি গাছ কাটলে ২টি গাছ লাগানো