Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শান্তি ও শৃঙ্খলা ব্যবস্থা

অত্র ইউনিয়নে আইন শৃংখলা স্বাভাবিক  রাখতে অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব প্রতিমাস সদস্যবর্গসহ ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে আইনশৃংখলা মিটিং করে থাকে এবং থানা পুলিশ ও উপজেরা নির্বাহি অফিসারের সহায়তায় এবং ইউনিয়নের   মোট ১০ জন গ্রাম পুলিশ এর সহায়তায় ইউনিয়নের সার্বিক নিরাপত্তার বিষয় দেখাশুনা করে থাকেন।   ৯টি ওয়ার্ডে‍র মধ্যে প্রতি ওয়ার্ডে ১ জন করিয়া গ্রাম পুলিশকে মাননীয় চেয়ারম্যান মহোদয়  আইন শৃংখল‍ার দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করেছেন । গ্রাম পুলিশগন তাদের এলাকায় কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে মাননীয় চেয়ারম্যান মহোদয়কে অবহিত করেন প্রয়োজনে থানা পুলিশের সহায়তায়   চেয়াম্যান ও স্থানীয় মেম্বারকে সঙ্গে নিয়ে তাহার ব্যবস্থা গ্রহন করেন । গ্রামের সহজ সরল মানুষকে কতগুলি টাউট বাটপার শ্রেনির লোক রয়েছে তাহারা সর্বদাই এই সব অসহায় মানুষদের ঠকাতে চায় । তাহাদের নিজেদের সুবিধার জন্য যেকোন পন্থা অবলম্বন করেন । গ্রামে বিভিন্ন কারনে মানুষের মধ্যে ঝগড়া বিবাদ, মারামারি, খুনাখুনি, জমি জমা সংক্রান্ত, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ বা স্ত্রীকে পিটিয়ে হত্যা করা প্রায় দিনই সংঘটিত হয় । এই সকল ঘটনার দিকে গ্রাম পুলিশগণ সর্বদা সজাগ দৃষ্টি রাখেন ।