Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বিভিন্ন প্রকল্প সমুহ

 

   দেশের, শহরের বা গ্রামের মানুষদের জীবিকা নির্বাহের জন্য অনেকেরই আর্থিক অবস্থা ভাল না । তাই নিজের পারিবারিক সমস্যা সমাধান করতে অনেকেই হিমশিম খেতে হচ্ছে । বাংলাদেশ একটি গ্রাম প্রধান দেশ । অধিকাংশ মানুষেরাই গ্রামে বসবাস করে । গ্রামের লোকজন খেটে খাওয়া মানুষ একদিন গায়ে খাটতে না পারলে তার সংসারে নানা ঝামেলা শুরু হয় । শহরেও সামাজিক, আর্থিক অবস্থা সকলের এক নয় । তাই শহর ও গ্রামের উন্নয়ন কল্পে এগিয়ে আসতে হয় সরকারকে । সরকার সকল প্রকার সমাধান করতে চেষ্টা করে কিন্তু অনেক সময় সফলকাম হয় না । বিদেশীরা এদেশের মানুষের দুঃখ দুর্দসা দেখে অনেক ধনী দেশই এদেশের মানুষের উপকরের জন্য এগিয়ে আসে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে । সরাসরি সাধারন মানুষকে অর্থ সাহায্য করলে অলসতায় ভরে উঠবে দেশের মানুষ । তাই বিভিন্ন প্রকল্পের মাধ্যমে মানুষের উপকার করে । সরকারকেও তেমনিভাবে দেশের মানুষের শিক্ষা, সামাজিক মান উন্নয়ন, রাস্তাঘাট, অফিস আদালত, খাদ্য, বস্ত্র ইত্যাদি প্রয়োজনীয় সামগ্রী দেশের বা বিদেশের অর্থায়নের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সমাধান করতে থাকেন । প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তাঘাট নির্মান, স্কুল কলেজের বিল্ডিং তৈরি, কলকারখান‍া তৈরি করে বেকার সমস্যা সমাধান, মুক্তিযোদ্ধাদের সাহায্য, অসহায় বৃদ্ধ ও বিধবা ভাতা প্রদান, প্রতিবন্ধিদের সাহায্য, কোন কাজের মাধ্যমে গ্রামের মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া ইত্যাদি প্রকল্পের মাধ্যমে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছ ।