Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

একটি বাড়ি একটি খামার

 

একটি বাড়ি একটি খামার একটি সরকারি সমিতি । দেশের অধিকাংশ ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১ করিয়া সমিতি গঠন করা হয়েছে । ছোট কর্মকর্তা থেকে উচ্চ মহল পর্যন্ত এই সমিতিটি নিয়ন্ত্রন করে থাকে । প্রতিটি সমিতিতে রয়েছে ৬০ জন করে সদস্য । প্রতি সদস্য প্রতিমাসে ২০০ টাকা সঞ্চয় হিসাবে জমা করেন । এইভাবে ৬ মাস ১,২০০ টাকা জমা হলে সরকারিভাবে প্রতি সদস্যকে ১,২০০ টাকা ভূর্তকি প্রদান করেন । যে সদস্য নিয়মিভাবে প্রতি মাসে সঞ্চয়ের টাকা জমা প্রদান করে না সরকারি ভাবে দেওয়া সঞ্চয়ের টাকা তাহার একাউন্টে কম জমা হয় । প্রতিটি সদস্যকে ৫ বৎসর এভাবে নিয়মিত সঞ্চয় জমাদান করতে হবে । সঞ্চয়ের টাকা প্রথম থেকে একজন সমিতির ম্যানেজারের ও উপজেলা প্রকল্প কর্মকর্তার মাধ্যমে ব্যাংকে জমাদান করা হত ।  কিন্তু বর্তমানে সরকারের ও বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড এর সঙ্গে চুক্তি স্বাক্ষরের ফলে অধিকাংশ সমিতির টাকা অন লাইনে জমাদান ও উত্তোলন করা হচ্ছে । সমিতির ভিতর কেহ যদি তাহার ভাগ্য উন্নয়নের জন্য লোনের আবেদন করেন তাহলে সমিতির ম্যানেজ‍ারের মাধ্যমে আবেদন করলে  উপজেলা প্রকল্প কর্মকর্তাগনের যাচাই বাচাই এর পর মাননীয় ইউএনও মহোদয় লোন প্রদান করেন । লোনের বাৎসরিক সুদের হার কম থাকায় এই নিয়ে অনেকেই বাড়িতে  ছাগল পালন, হা‍স মুরগীর খামার, গরু পালন আবাদী জমিতে ফলমুল ও ফসল উৎপাদন ইত্যাদির মাধ্যমে নিজেদের ভাগ্যর উন্নয়ন করছেন । এ’ব্যাপারে সরকারের উব্ধর্তন কর্মকর্তাগন সর্বক্ষেত্রে সহযোগীতা ও সাহায্য করছেন ।