এক দেশ থেকে অন্য দেশে, এক বিভাগ থেকে অন্য বিভাগ, এক জেলা থেকে অন্য জেলায় বা এক শহর থেকে অন্য শহরে যাতায়াতে জন্য বিভিন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন ধরনে যান বাহন রয়েছে । তেমনিভাবে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম, স্কুল কলেজ, মসজিদ, মন্দির, হাট বাজারে চলাচলের জন্য বিভিন্ন প্রকারের যান বাহন ও রাস্তা ঘাট রয়েছে । অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে চলাচলের জন্য রয়েছে পাকা, আধা পাকা এবং কাচা রাস্তা । সেই সব রাস্তা দিয়ে দৈনন্দিন সকল প্রকারের মানুষ তাদের নিজেদের প্রয়োজনে চলাচল করে থাকে । পাকা রাস্তায় যান চলাচল সহজতর কিন্তু কাঁচা রাস্তায় মাঝে মাঝে বৃষ্টির কারনে কাদা ও পিচ্ছিল হলে চলাচল খুবই অসুবিধা হয় কোন যান বাহন সহজে চলতে চায় না । তাই ওই এলাকার মানুষের জন্য সময়মত গন্তব্য স্থলে পৌছা সম্ভব হয় না । তাই ইউনিয়নের সকল মানুষের সবচেয়ে বেশি দাবী চলাচলের জন্য রাস্তাঘাটগুলির সুব্যবস্থা গ্রহন করা যাহাতে সকল শ্রেণির ও পেষায় নিয়োজিত লোকজন তাদের দৈনন্দিন কাজ কর্মের জন্য অবাধে চলাচল করতে পারে ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS