Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

যোগাযোগ ব্যবস্থা

 

এক দেশ থেকে অন্য দেশে, এক বিভাগ থেকে অন্য বিভাগ, এক জেলা থেকে অন্য জেলায় বা এক শহর থেকে অন্য শহরে যাতায়াতে জন্য বিভিন্ন রাস্তাঘাট এবং বিভিন্ন ধরনে যান বাহন রয়েছে । তেমনিভাবে অত্র ইউনিয়নের বিভিন্ন গ্রাম, স্কুল কলেজ, মসজিদ, মন্দির, হাট বাজারে চলাচলের জন্য বিভিন্ন প্রকারের যান বাহন ও রাস্তা ঘাট রয়েছে । অত্র ইউনিয়নের বিভিন্ন স্থানে চলাচলের জন্য রয়েছে পাকা‍, আধা পাকা এবং কাচা রাস্তা । সেই সব রাস্তা দিয়ে দৈনন্দিন সকল প্রকারের মানুষ তাদের নিজেদের প্রয়োজনে চলাচল করে থাকে । পাকা রাস্তায় যান চলাচল সহজতর কিন্তু কাঁচা রাস্তায় মাঝে মাঝে বৃষ্টির কারনে কাদা ও পিচ্ছিল হলে চলাচল খুবই অসুবিধা হয়  কোন যান বাহন সহজে চলতে চায় না । তাই ওই এলাকার মানুষের জন্য সময়মত গন্তব্য স্থলে পৌছা সম্ভব হয় না । তাই ইউনিয়নের সকল মানুষের সবচেয়ে বেশি দাবী চলাচলের জন্য রাস্তাঘাটগুলির সুব্যবস্থা গ্রহন করা  যাহাতে সকল শ্রেণির ও পেষায় নিয়োজিত লোকজন তাদের দৈনন্দিন কাজ কর্মের জন্য অবাধে চলাচল করতে পারে ।